বরিশালে ফেন্সিডিল সহ আটক আনোয়ারুলের যাবজ্জীবন

বরিশালে ফেন্সিডিল সহ আটক আনোয়ারুলের যাবজ্জীবন

বরিশাল নগরীর জিয়া সড়ক থেকে ২ হাজার ৭শ’ ৫০ পিস ফেন্সিডিল সহ আটক যশোরের মাদক ব্যবসায়ী আনোয়ারুল ইসলামকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে আসামীর অনুপস্থিতিতে এই রায় বরিশালের জননিরাপত্তা বিঘœকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক কেএম শহীদ আহমেদ ঘোষনা করেন। 

আনোয়ারুল ইসলাম যশোরের পোড়াবাড়ির আমিনউদ্দিন মৃধার ছেলে। 

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারি হুমায়ুন কবির ভোরের আলোকে জানান, ২০১০ সালের ১০ অক্টোবর নগরীর জিয়া সড়কে অভিযান চালিয়ে ২ হাজার ৭শ’ ৫০পিস ফেন্সিডিল বোঝাই একটি প্রাইভেটকার সহ আনোয়ারুলকে আটক করে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় গোয়েন্দা পুলিশের তৎকালীন এসআই সাখাওয়াত হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। 

২০১২ সালের ২১ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের এসআই ইরানুল ইসলাম একমাত্র আসামী আনোয়ারুল ইসলামকে অভিযুক্ত করে আদালতে ওই মামলার অভিযোগপত্র জমা দেন। পরে ট্রাইব্যুনালে ১২ জনের সাক্ষ্য শেষে অভিযোগ প্রমানিত হওয়ায় ওই দন্ডাদেশ দেন বিচারক। আসামী পলাতক থাকায় তার বিরুদ্ধে সাঁজা এবং গ্রেপ্তারী পরোয়ারা জারীর নির্দেশ দেন ট্রাইব্যুনাল।