বরিশালে ফ্রিডম লেডি বাইকারের সহায়তা

করোনাভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাবের কারনে বরিশাল নগরীর অসহায় দুস্থ মানুষের মাঝে সহায়তা দিয়েছে বরিশাল ফ্রিডম লেডি বাইকার গ্রুপ।
সোমবার (৩ মে) বিকেল ৫টায় বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে ৪০ জন অসহায় দুস্থ মানুষের হাতে চাল, ডাল, তেল, আলু, পিয়াজ, চিনি, সেমাই, দুধ, লবন ও করোনা সুরক্ষায় মাক্স তুলে দেন।
ওই সময় উপস্থিত ছিলেন, ফ্রিডম লেডি বাইকার গ্রুপের প্রতিষ্ঠাতা নাজমা রহমানসহ অনান্য সদস্যদের মধ্যে কেয়া মৌ, লিপি, ইসরাত জাহান জিনিয়া, নূর ইসলাম মুক্তি, লিপি, অন্তুু, রশনি, তাছফিয়া জান্নাত তোহা।
গ্রুপের সদস্য ইসরাত জাহান জিনিয়া বলেন, দেশের অধিকাংশ মানুষ গরিব। তার মধ্যে এই মুহুর্তে কোভিড-১৯ এর কারনে জীবন-জীবিকা থেমে গেছে। মানুষের মধ্যে শুধু হাহাকার। তাই আমাদের গ্রুপের যার যার অবস্থান থেকে ওইসকল মানুষের কাছে হাত বড়িয়ে দেয়া চেষ্টা করেছি মাত্র। আমরা দুস্থ অসহায় মানুষ ও পথ শিশুদের পাশে আছি এবং থাকব।
গ্রুপের প্রতিষ্ঠাতা নাজমা রহমান বলেন, দেশের এই ত্রান্তিলগ্নে নিজেদের সামার্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। সকলে একজোট হয়ে এগিয়ে আসলে আমাদের সমাজের দুস্থ অসহায় মানুষ থাকবে না। তবেই সকলে একমুঠো খাবার খেয়ে আগামি দিনের জন্য স্বপ্ন দেখতে পারবে। আমাদের গ্রুপের অনান্য সদস্যদের ধন্যবাদ জানাই যারা অক্লান্ত পরিশ্রম করেছে এই সহায়তা দেয়ার জন্য।