বরিশালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনুর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বরিশালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ্ব-১৭ এবং বঙ্গমাতা ফজিতালুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনুর্ধ্ব-১৭ এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৩টায় বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও সদর আসনের এমপি জাহিদ ফারুক।
এ সময় তিনি বলেন, খেলাধুলা ও শরীর চর্চা শিশু-কিশোর ও তরুণ-তরুণীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে সহায়তা করে। খেলাধুলার মধ্যে থাকলে অপরাধ থেকে দূরে থাকা যায়। দেশ ও জাতি গঠনে মনোযোগী হওয়া যায়। এ কারণে নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু এবং মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সদর উপজেলার ১০ টি ইউনিয়নের ১০টি বালক ও ১০টি বালিকা দল এই প্রতিযোগীতায় অংশগ্রহন করছে। ৩ দিন এই প্রতিযোগীতা চলবে। বালক দলের মধ্যে প্রতিযোগীতার শীর্ষ দল এবং বালিকা দলের মধ্য থেকে ১টি দল জেলা পর্যায়ে এই টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মািনরুজ্জামান।