বরিশালে বধ্যভূমির মর্যাদা পায়ের ধূলায়

মুক্তিযুদ্ধের স্মৃতিবিজরিত বধ্যভূমি, গৌরব ও অহংকারে মূর্ত প্রতীক। ওই অর্জন ম্লান হচ্ছে প্রতিদিন।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বরিশাল ত্রিশ গোডাউন সংলগ্ন মুক্তিযুদ্ধের স্মৃতিবিজরিত বধ্যভূমির সামনেথেকে ছবি তুলেছেন ভোরের আলোর ফটোসাংবাদিক এন আমিন রাসেল।
বরিশালের কীর্তখোলার পাড় ঘেঁষে তার আপন মহিমায় স্বগৌরবে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ বধ্যভূমি। প্রতিদিন অসংখ্য মানুষের যাওয়া আশা ওই স্থানে।ঘুরতে আশা দর্শনার্থীই এদেশের লক্ষ মানুষের কষ্টার্জিত স্মৃতিকে কলুষিত করে চলেছে প্রতিদিন।
বরিশাল জেলা প্রশাসনের পক্ষথেকে একটি ব্যানার থাকলেও মানছেন ঘুরতে আশা জন সাধারণ।
ঘুরতে আশা কাউম হোসেন ভোরের আলোকে বলেন, বধ্যভূমি আমাদের সম্মানের একটি স্থান। অবশ্যই এই স্মৃতিস্তম্ভের সম্মান রক্ষা কারা আমাদের দ্বায়িত্ব। কিন্তু এখানে ঘুরতে আশা অনেকেইর চোখে এই ব্যানারের বার্তাটি চোখে পরে না। যার কারণে সুন্দর স্থান পেয়ে ছবি তোলার জন্য উৎসুক হয়। জুতা পায়ে ভুল করে পদদলিত হচ্ছে। এই স্থানটির জন্য প্রশাসনের আরো সুন্দর ব্যবস্থা নেয়া জরুরী বলে মনে করি।
তিনি আরো বলেন, কর্তৃপক্ষের কাছে বিশেষ অনুরোধ যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা গ্রহণ করে দেশের সূর্যসন্তানদের আত্মত্যাগের স্মৃতিকে কলুষিত হওয়া থেকে রক্ষা করুন।