বরিশালে বাস মালিক গ্রুপের শপথ অনুষ্ঠানে হাতাহাতি

বরিশালে বাস মালিক গ্রুপের শপথ অনুষ্ঠানে হাতাহাতি

বরিশাল নবনির্বাচিত জেলা বাস মালিক গ্রুপের শপথ অনুষ্ঠানে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ'র সামনে আওয়মী লীগের একদল নেতাকর্মীরা শ্রমিকদের নিয়ে বাজে মন্তব্য করায় হাতাহাতির অভিযোগ পাওয়া গেছে। অনুষ্ঠানে উপস্থিত শ্রমিকনেতা ও শ্রমিকদের সঙ্গে হাতাহাতির হওয়ার পিছিনে বরিশাল মহানগরের সাবেক ছাত্রলীগ নেত রইজ আহমেদ মান্নার অনুসারীদের পূর্ব পরিকল্পনা ছিলো বলে অভিযোগ করেন  শ্রমিকরা।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৭ টার দিকে নথুল্লাবাদ কেন্দ্রীয়  বাস টার্মিনালে এ শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বরিশাল জেলা বাস মালিক গ্রুপ এর নব নির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান। এ সময় হাতাহাতির ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানাযায়, বরিশাল জেলা থ্রি হুইলার মোটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি কালাম হোসেন লিটন মোল্লা ও বরিশাল মহনগরের সাবেক ছাত্রলীগ নেতা ও বাস মালিক নব নির্বাচিত গ্রুপের সদস্য রইজ আহমেদ মান্নার অনুসারীদের মাঝে হাতাহাতি হয়েছে। এতে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বাবু (গ্যাস্টিক বাবু) এবং বরিশাল জেলা থ্রি হুইলার মোটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি কালাম হোসেন লিটন মোল্লা আহত হয়। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক নেতা জানান, শপথ অনুষ্ঠানে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ আসলে কেন্দ্রীয় বাস টার্মিনালের ২ তলায় কার্যালয়ে যাবার সময় এ ঘটনা ঘটে। 

শ্রমিক মো. মজিবুর হাওলাদার বলেন, ‘আমরা সারদিন ষ্ট্যান্ডে থাকি এতো বড়ো অনুষ্ঠানে উদ্দেশ্য মূলক ভাবে আমাদের নেতাসহ আমাদের চেয়ারে বসতে দেয়া হয়নি এবং আমাদের গালাগালি করে।’ 

কালাম হোসেন লিটন মোল্লার ঘনিষ্ঠ সহযোগী জানায়, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বাবু (গ্যাস্টিক বাবু) শ্রমিক নিয়ে বাজে মন্তব্য করায় শ্রমিকদের উত্তেজিত করে তাতে দৌড়াদৌড়ী শুরু হয় এবং গ্যাস্টিক বাবু হোটেলের সামনের ড্রেনে পরে একসমই মান্নার অনুসারীরা পূর্ব পরিকল্পিত ভাবে হামলা চালায় এ সময় কালাম হোসেন লিটন মোল্লা এ অবস্থার থামাতে গিয়ে তাকেও আহত করা হয়েছে। 

এ বিষয়ে বরিশাল জেলা থ্রি হুইলার মোটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি কালাম হোসেন লিটন মোল্লার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করে পাওয়া যায়নি।

এ বিষয়ে বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর বলেন, 'সংগঠনের মধ্যে বিশৃঙ্খলাকারীদের কোন জায়গা হবে না।'

এদিকে, গত ১৬ ফেব্রুয়ারি গঠিত কমিটিতে গোলাম মাসরেক বাবলুকে সভাপতি ও কিশোর কুমার দে'কে সাধারণ সম্পাদক করা হয়।