বরিশালে বাসদের উদ্যোগে মানবতার বাজার চালু

বরিশালে বাসদের উদ্যোগে মানবতার বাজার চালু

বরিশালে কর্মহীন অসহায় দুঃস্থদের ত্রাণ সহায়তার জন্য ব্যতিক্রমী বাজার স্থাপন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ।  রোববার সকাল সাড়ে ১১টায় নগরীর ফকিরবাড়ি রোডের বাসদ কার্যালয় চত্বরে মানবতার বাজার নামে ওই বাজারের উদ্বোধন করা হয়। এ সময় জেলা আহ্বায়ক ইমরান হাবিব রুমন ও সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্ত্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

এই বাজার থেকে করোনার কারণে কর্মহীন পরিবারগুলো তাদের প্রয়োজন অনুযায়ী পন্যসামগ্রী বিনামূল্যে নিতে পারবেন। 
আয়োজক সংগঠক জেলা বাসদের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী জানান, এর আগে বাসদের উদ্যোগে একমুঠো চালের আওতায় বিভিন্ন পরিবারকে চাল-ডালসহ অন্যান্য প্রয়োজনীয় নিত্য পন্য দেয়া হয়েছে। কিন্তু একটি পরিবারে প্রতিদিন চাল ডাল ছাড়াও তেল, লবন, ডিম. তরিতরকারি, সাবান, টুথপেস্টসহ অনেক কিছু প্রয়োজন হয়। কিন্তু দুঃস্থদের পক্ষে এইসব পন্য কেনা সম্ভব হচ্ছে না। তাদের জন্য এই বাজারের ব্যবস্থা করেছে বাসদ। 

এই বাজারের জন্য প্রতি পরিবারকে ৫০০ পয়েন্টের একটি করে কার্ড দেয়া হয়েছে। ওই সব পরিবার তার পয়েন্ট খরচ করে এই বাজার থেকে প্রয়োজনীয় পন্য নিতে পারবেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাসদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ডা. মনিষা চক্রবর্তী।