বরিশালে বাসদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বরিশালে বাসদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বরিশালে সমাবেশ এবং র‌্যালীর মধ্য দিয়ে ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

রবিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে সংগঠনের জেলা শাখার উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

‘লুটপাট-দুর্নীতির স্বৈরতন্ত্রের বিরুদ্ধে জনগনের ঐক্যবব্ধ বাম গনতান্ত্রিক শক্তি, ডিজেল কেরসিনের অযৌক্তিক মূল্য বৃদ্ধি প্রত্যাহার এবং নিত্য পন্যের দাম কমানোর শ্লোগান নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বাসদ আহ্বায়ক ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী সহ অন্যান্যরা।

সমাবেশ শেষে অশ্বিনী কুমার হলের সামনে থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর একটি র‌্যালী বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।