বরিশালে বিআইএম কেন্দ্র স্থাপনের লক্ষ্যে মতবিনিময় সভা

বরিশালে বিআইএম কেন্দ্র স্থাপনের লক্ষ্যে মতবিনিময় সভা


অচিরেই বরিশালে বাংলাদেশ ইনিস্টিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) কেন্দ্র স্থাপনের কার্যক্রম শুরু হবে। বিভাগীয় সদরে (বিআইএম) কেন্দ্র স্থাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

বৃহস্পতিবার সকালে বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বিআইএম কর্তৃপক্ষের আয়োজনে ওই সভা অনুষ্ঠিত হয়।

বিআইএম’র সিনিয়র ম্যানেজমেন্ট কাউন্সিলর এম. আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদুজ্জামান পাভেল। এছাড়া জেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। সভায় বরিশালে একটি  বিআইএম কেন্দ্র স্থাপনের লক্ষ্যে তাৎপর্যপূর্ণ আলোচনা করা হয়। 

জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত কুমার বিশ্বাস জানান, ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় বিআইএম কেন্দ্র রয়েছে। পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে সম্প্রতি প্রধানমন্ত্রী দেশের সব বিভাগীয় শহরে একটি করে বিআইএম কেন্দ্র স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন। এর প্রেক্ষিতে বিভাগীয় সদর বরিশালে বিআইএম কেন্দ্র স্থাপনের লক্ষ্যে গতকাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অচিরেই বরিশালে বিআইএম কেন্দ্র স্থাপনের কার্যক্রম শুরু হবে বলে তিনি জানান।