বরিশালে বিএনপির উদ্যোগে ত্রাণ বিতরণ

বরিশালে বিএনপির উদ্যোগে ত্রাণ বিতরণ

দেশব্যাপি কোভিড-১৯ প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দুর্যোগের সময় কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রি (ত্রাণ) দিয়েছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এবং বরিশাল মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার

 রোববার বেলা সাড়ে ১১ টায় নগরীর নথুল্লাবাদ এলাকায় শ্রমিকদের হাতে ওই খাদ্য সামগ্রি তুলে দেওয়া হয়। 

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অ্যাড. মজিবর রহমান সরোয়ারের ব্যক্তিগত তহবিল থেকে বৃহত্তর বরিশালের রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের তিন শতাধিক সদস্যদের মাঝে খাদ্য বিতরণ করে মহানগর ও জেলা শ্রমিকদল নেতৃবৃন্দ।
খাদ্য সামগ্রি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর শ্রমিকদল সাধারণ সম্পাদক মো. ফয়েজ আহমেদ খাঁন, জেলা শ্রমিক দল ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আ. রব হাওলাদার, জেলা ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল ইসলাম, শ্রমিক নেতা নুর আলমসহ বিভিন্ন শ্রমিক নেতৃবৃন্দ।

খাদ্য সামগ্রি দেয়ার পূর্বে কেন্দ্রীয় যুগ্ম মহাসিচব অ্যাড মজিবর রহমান সরোয়ার ঢাকা থেকে মুঠো ফোনে বলেন, এই মহামারী করোনা দুর্যোগের সময় সকল শ্রমিক সদস্য যেন ধর্য না হারায়। সকল শ্রমিক যেন নিজেদের সু-রক্ষার জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচলের পাশাপাশি মাক্স ব্যাবহার করে।