বরিশালে বিএনপির পৃথক বিক্ষোভ,পুলিশের বাধা মিছিলে

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বরিশালে পৃথক বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্বরে জেলা (দক্ষিণ) এবং অশ্বিনী কুমার হলের সামনে জেলা (উত্তর) বিএনপির ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ অুনষ্ঠিত হয়।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে উভয় পক্ষকে বাধা দেয় পুলিশ।
জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক মজিবর রহমান নান্টুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সদস্য সচিব আক্তার হোসেন মেবুলসহ দলের কয়েকজন নেতা। একই সময়ে অশ্বিনী কুমার হলের সামনে জেলা (উত্তর) বিএনপির আহ্বায়ক দেওয়ান মো. শহিদুল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব মিজানুর রহমান মুকুলসহ দলের বেশ কিছু নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। কর্মসূচি শুরুর আগে জেলার বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা সমাবেশস্থলে যোগ দেয়।
সমাবেশ কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে অশ্বিনী কুমার হলের গেটে আটকে দেয় পুলিশ। বিএনপির বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে পুলিশ মোতায়েন ছিল সদর রোডসহ আশপাশ এলাকায়।