বরিশালে বিএনপির বিক্ষোভ সমাবেশ

বরিশালে বিএনপির বিক্ষোভ সমাবেশ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে নগরীর সদর রোড দলীয় কার্যালয় চত্ত্বরে মহানগর ও উত্তর জেলা বিএনপির আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। 

মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা (উত্তর) বিএনপির আহবায়ক দেওয়ান মোঃ শহীদুল্লাহ, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলী হায়দার বাবুল, মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির ও জেলা (উত্তর) বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মুকুলসহ অন্যরা। 

বক্তারা বলেন, অবৈধভাবে দেশ পরিচালনা করতে বর্তমান সরকার বেগম খালেদা জিয়াকে জেলে আটকে রেখেছে। ৪৮ ঘণ্টার মধ্যে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে প্রেরণ না করা হলে কঠোর আন্দোলনের মধ্য দিয়ে তাকে মুক্ত করার ঘোষণা দেন নেতারা।