বরিশালে বিএমপি‘র চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি বিষয়ক সভা

বরিশাল মেট্রাপলিটন পুলিশের (বিএমপি) চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ নভেম্বর) বিএমপি’র সদর-দপ্তর সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মেট্রোপলিটন পুলিশের চলমান উন্নয়ন কাজের সর্বশেষ অগ্রগতি নিয়ে প্রকল্প পরিচালক, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও প্রকৌশলীদের সাথে আলোচনা করেন পুলিশ কমিশনার। আলোচনা কালে তিনি প্রতিটি কাজের সিডিউল মোতাবেক গুনগত মান ঠিক রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করে হস্তান্তরের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) সঞ্জয় কুমার কুণ্ডু ও উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মোহাম্মদ নজরুল হোসেন সহ বিএমপি'র অন্যান্য শীর্ষ কর্মকর্তা বৃন্দ।