বরিশালে বিক্ষোভ প্রতিবাদ সভা অনুষ্ঠিত

বরিশালে বিক্ষোভ প্রতিবাদ সভা অনুষ্ঠিত

বাংলাদেশে ভারতের প্রাধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের বিরুদ্ধে এবং সীমান্তে হত্যা বন্ধ করাসহ বিভিন্ন দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলা ও মহানগর শাখার উদ্যোগে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার বেলা ১১ টায় নগরের অশি^নী কুমার হল চত্ত্বেের এই বিক্ষোভ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
ভারতের গুজরাটে গণহত্যাকারী, দাঙ্গাবাজ সাম্প্রদায়ীক নরেন্দ্র মোদীর আগমনের বিরুদ্ধে রুখে দাঁড়াও, তিস্তাসহ সকল আভন্ন নদীর পানির ন্যায্য হিসাব চাই, সীমান্তে হত্যা বন্ধ করাসহ ভারতীয় অগ্রাসনের বিরুদ্ধে রুখে দঁড়াবার দাবি জানানো হয় সমাবেশ থেকে।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি সাগর দাশের সভাপতিত্বে  প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, ছাত্র ফ্রন্ট নেত্রী লামিয়া সায়মন, নিলিমা জাহান, নিপ্তিলা, বিধান সরকার, মিল্লাত হোসেন প্রমুখ।
পরে একই দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল করে তারা।