বরিশালে বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত

বরিশালে বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত

বরিশালে বিজ্ঞানী জামান নজরুল ইসলাম এবং আলবার্ট আইনেস্টাইন স্মরণে বিজ্ঞান ভিত্তিক কুইজ, ডকুমেন্টরি প্রদর্শনী, কুসংস্কার বিরোধী গল্প লেখার প্রতিযোগিতাসহ নানা আয়োজনে বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১২ এপ্রিল দুপুর ১২টায় ব্রজমোহন কলেজের সামনে বরিশাল পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা ও পুরষ্কার বিতরণীর মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় উৎসব।

প্রগতির পথে প্রযুক্তির সাথে প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত উৎসবের আলেচনায় বক্তারা বলেন, বিজ্ঞান হোক সকল অন্ধবিশ^াস ও কুসংস্করের বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার। শিক্ষার্থীদের বিজ্ঞান চিন্তাকে বিকশিত করাই এর মূল লক্ষ্য। এর মাধ্যমে শিক্ষার্থীরা বিজ্ঞান বিষয়ে জ্ঞান লাভের পাশাপাশি জীব জগৎকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গীতে বিশ্লেষণ করতে পারবে। কার্টুন অংকন প্রতিযোগিতা, জলবায়ু পবির্তনের চালচিত্র তুলে ধরা হয় অনুষ্ঠানে।

বিজ্ঞান আন্দোলন মঞ্চের সংগঠক বিজন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বরিশালের সাবেক বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. অনিল চন্দ্র দত্ত, ব্রজমোহন কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক রণজিৎ মল্লিক, গণিত বিভাগের সহকারী অধ্যাপক গৌতম কুমার সাহা, বিজ্ঞান আন্দোলন মঞ্চের উপদেষ্টা ডা. মনীষা চক্রবর্তী, কেন্দ্রীয় সংগঠক শোভন রায়হান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশালের সহ সভাপতি হাফিজুর রহমান রাকিব, শের-্ই-বাংলা মেডিকেল কলেজ শাখার সংগঠক আনন্দ মৃত্তিকা নাজ।

ডা. মনীষা বলেন, মূলত শিক্ষার্থীদের মধ্যে জ্ঞৈানিক দৃষ্টিভঙ্গী, যুক্তিবাদী মনন এবং এই সময়ে বাঙালি বিজ্ঞানীদের সম্পর্কে জানাতে এই উৎসব। সমাজে অবৈজ্ঞানিক চিন্তার প্রসার ঘটেছে। হৃদয় ম-লের মতো বিজ্ঞানের শিক্ষককে যেভাবে হেনস্থা করা হচ্ছে, আমরা মনে করি বিজ্ঞান শিক্ষা এবং বৈজ্ঞানিক চিন্তার প্রসারের জন্যই বিজ্ঞান আন্দোলন মঞ্চ মিক্ষার্থীদের বিজ্ঞানের আলোয় আলোকিত করতে চায়।