বরিশালে বিতর্ক প্রতিযোগিতার সমাপনী

বরিশালে বিতর্ক প্রতিযোগিতার সমাপনী

বরিশাল ডিবেটিং সোসাইটি আয়োজিত দুই দিনের ৮ম বিডিএস বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।শনিবার দিনব্যাপী নগরীর উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ মজিবুর রহমান।

দুই দিন ব্যাপী অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় বরিশালের ১৬টি বিদ্যালয়ের শতাধিক বিতার্কিক অংশ নেয়। ছায়া সংসদ বিতর্কে ফাইনালে উঠে উদয়ন মাধয়মিক বিদ্যালয় ও শহীদ আরজু মনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়। এই সংসদ মনে করে: ‘দিনে দিনে বাংলাদেশ উন্নতির পথেই হাটছে’ ফাইনালে এই প্রস্তাবে নান্দনিক বিতর্কে চ্যাম্পিয়ন হয় উদায়ন মাধ্যমিক বিদ্যালয়। রানার আপ হয় উদয়ন মাধ্যমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় বিরোধী দলীয় নেতা মো. তাওসিফ হোসেন। বারোয়ারী বিতর্কে মোট ৩৬ জন অংশগ্রহণ করে। তাদের মধ্য প্রথম পাঁচ জনকে পুরস্কার প্রদান করা হয়।

উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ব্রাদার প্রভাত ক্লাসিক পিউরিফিকেশন সিএসসি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বিজয়ীদের পুরষ্কার প্রদান করেন,  শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের  চীফ ইনেস্টক্টর নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক এম এম আইয়্যুব হোসেন। 

অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী ছিলেন আবু জাফর মো. সালেহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বরিশাল ডিবেটিং সোসাইটির সভাপতি মো. শামীম মাহমুদ। বরিশাল ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুমসহ সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত থেকে দুই দিনের বিতর্ক প্রতিযোগিতায় বিতার্কিকদের সার্বিক সহযোগিতা করেন।