বরিশালে বিবিডিসির দ্বিতীয় দফায় মাস্ক বিতরণ

বরিশালে বিবিডিসির দ্বিতীয় দফায় মাস্ক বিতরণ

বরিশালে বালাড ডোনার্স ক্লাবের (বিবিডিসি) পক্ষ থেকে দ্বিতীয় দফায় মাস্ক বিতরণ করা হয়েছে। বরিশাল নগরীর সদর রোড, লঞ্চঘাট, বাস স্ট্যান্ড, মেডিকেল সহ বিভিন্ন জনবহুল এলাকায় মানুষের মাঝে সচেতনতা ছড়িয়ে দেয় বিবিডিসির সেচ্ছাসেবকরা। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা শীতের প্রকোপে তীব্র হওয়ায় করোনা থেকে মুক্তি পেতে সচেতনতার অংশ হিসেবে ওই কর্মসূচি পালন করে সংগঠনটি।

রোববার সকাল থেকে বরিশাল নগরের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মাঝ মাস্ক বিতরণ করেন বিবিডিসির কর্মীরা।

বরিশাল ব্লাড ডোনারস ক্লাবের সেচ্ছাসেবকরা জানায়, শীত মৌসুমে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি বেড়ে যেতে পারে তাই তারা বরিশালে আগে থেকেই সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করার লক্ষে ওই কর্মসূচি পরিচালনা করছে। করোনা থেকে রক্ষা পেতে এবার নিয়ে এই নিয়ে দ্বিতীয় দফায় পায়ে হেঁটে সহস্রাধিক মাস্ক সাধারণ মানুষের মাঝে বিতরণ করে এই সংগঠনটি।

বরিশাল নগরীর সদর রোড, লঞ্চঘাট, বাস স্ট্যান্ড, মেডিকেল সহ বিভিন্ন জনবহুল এলাকায় বিবিডিসির সেচ্ছাসেবকরা সচেতনতার অংশ হিসেবে মাস্কের সঠিক ব্যাবহার সম্পর্কে ধারণা দেয়। নগরীর বিভিন্ন খোলা দোকানী, পথিক, যানবাহনের চালক-যাত্রীদের মাঝে যাদের মাস্ক নেই স্বাস্থ্যবিধি মেনে তাদের মুখে মাস্ক পরিয়ে দেয় তারা। মাস্ক নাই, সেবা নাই; জানা সত্ত্বেও মেডিকেল প্রাঙ্গনে বহু রোগীর স্বজনরা মাস্ক বিহীন ঘোরাফেরা করতে দেখায় বিবিডিসির তরুন স্বেচ্ছাসেবকরা তাদের হাতে মাস্ক তুলে দেয় এবং মাস্ক ছাড়া মেডিকেলে প্রবেশ না করার জন্য সচেতন করে।

মাস্ক বিতরণ এবং সচেতনতা মূলক ক্যাম্পেইনের পাশাপাশি তারা যুবসমাজের মাঝে রক্তদানে উৎসাহ প্রদান করে। রক্তদানের উপকারিতা নিয়েও কথা বলছে বিবিডিসির এই স্বেচ্ছাসেবী দল।