বরিশালে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা

বরিশালে তামাকমুক্ত দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন উপলক্ষে গ্রাম বাংলা উন্নয়ন কমিটি ও ম্যাপ’র উদ্যেগে ওই সভা অনুষ্ঠিত হয়।
রোববার বিকেল ৫টায় নগরীর ফকিরবাড়ি রোডস্থ আইসিডিএ মিলনায়তনে ওই আলোচনা অনুষ্ঠিত হয়।
ক্যাবের ভারপ্রাপ্ত জেলা সভাপতি অ্যাড. হিরণ কুমার দাস মিঠু’র সভাপতিত্ত্বে আলোচনা সভায় আলোচনায় অংশ নেন বরিশাল সিটি করপোরেশনের কাউন্সিলর কহিনুর বেগম, অধ্যাপিকা শিবানী চৌধুরী, ঢাকা আহসানিয়া মিশনের মো: নাসির উদ্দিন, আইসিডিএ’র উপ-নির্বাহী পরিচালক কাজী নওশাদ রাসেল, এসইউভিও’র নির্বাহী পরিচালক হাসিনা বেগম নীলা, অ্যাড. সুভাষ চন্দ্র দাস, সিডিপি’র বিভাগীয় সমন্বয়কারী সৈয়দ জিয়াউল হাসান।
ম্যাপ’র নির্বাহী পরিচালক শুভংকর চক্রবর্তীর সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য উপস্থাপনা করেন গ্রাম বাংলা উন্নয়ন কমিটির কমিউনিকেশন অফিসার মো. ফাইজুল। সভায় বক্তারা তামাকের উপরে আসন্ন বাজেটে বর্ধিত কর আরোপের আহবান জানান। বক্তারা পরোক্ষ ধুমপানের শিকার নারী ও শিশুদের রক্ষার জন্য আইন প্রণয়ন ও আইন যথাযথভাবে বাস্তবায়নের আহ্বান জানান। বক্তারা শিক্ষা প্রতিষ্ঠানের একশো মিটার এর মধ্যে সকল ধরনের সিগারেট, বিড়ি, তামাকজাত পণ্য বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তের যথাযথ বাস্তবায়ন কামনা করেন।