বরিশালে বিসিবির নবনির্বাচিত পরিচালককে সংবর্ধনা

বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিবি) নির্বাচনে দ্বিতীয়বারের মতো পরিচালক নির্বাচিত হওয়ায় বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন খান আলোকে সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার দুপুর ১২ টায় বরিশাল আউটার স্টেডিয়ামে স্থানীয় সোনালী অতীত ক্লাবের উদ্যোগে তাকে এই সংর্বধনা দেয়া হয়।
সোনালী অতীত ক্লাবের সভাপতি ও নেভিগেশন ব্যবসায়ী মঞ্জুরুল আহসান ফেরদৌসের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বরিশাল বিভাগীয় ক্রিকেট দলের সদস্য আশরাফুল হক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্য প্রদীপ গাঙ্গুলী ও জেলা ক্রিকেট দলের ম্যানেজার আমিনুল হক মাসুমসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে ফুল ও ক্রেস্ট দিয়ে বিসিবির নবনির্বাচিত পরিচালক আলমগীর খান আলোকে সংবর্ধিত করা হয়। এসময় বরিশালের সাবেক ও বর্তমান খেলোয়াড় এবং সংগঠকরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনার জবাবে আলমগীর খান আলো বলেন, বরিশাল স্টেডিয়াম আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য আগামী এক মাসের মধ্যে উন্নয়ন কাজ শুরু হচ্ছে। এই প্রকল্পের আওতায় স্টেডিয়ামে সুুইমিংপুল, জিমনেসিয়াম, মিডিয়া গ্যালারী, ফ্লাড লাইট, আন্তর্জাতিক মানের ক্রিকেট মাঠ এবং আউটার স্টেডিয়ামে প্রাকটিস পিচ করা হবে। এসব উন্নয়ন কাজ সম্পন্ন হলে আগামী মৌসুমে বরিশাল স্টেডিয়ামে বিপিএলসহ আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।
বিসিবি পরিচালকের প্রতিশ্রুতিতে সন্তুষ্ট বরিশালের ক্রীড়া সংগঠকরা। এখানে বিপিএলসহ আন্তর্জাতিক মানের ক্রিকেট খেলা হলে বরিশাল থেকে অনেক প্রতিভাবান সম্ভাবনাময় খেলোয়াড় উঠে আসবে বলে প্রত্যাশা করেন স্থানীয় সোনালী অতীত ক্লাবের সভাপতি ও নেভিগেশন ব্যবসায়ী মঞ্জুরুল আহসান ফেরদৌস।