বরিশালে ভারতীয় হাইকমিশনের সঙ্গে সিটি করপোরেশনের সমঝোতা স্মারক সাক্ষরিত

বরিশালে ভারতীয় হাইকমিশনের সঙ্গে সিটি করপোরেশনের সমঝোতা স্মারক সাক্ষরিত

বরিশাল সিটি করপোরেশনের সলিড ওয়েস্ট ডিসপোজল গ্রাউন্ড উন্নয়ন ও যন্ত্রপাতি সরবরাহ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ভারতীয় হাইকমিশন, বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং বরিশাল সিটি করপোরেশনের মধ্যে সমঝোতা স্মারক সাক্ষরিত হয়েছে। সদর উপজেলার লামছড়ি এলাকায় এই গার্ভেজ স্টেশন নির্মাণ করা হবে। 

বৃহস্পতিবার ঢাকায় রাস্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাস্ট্র মন্ত্রণালয় এই সমঝোতা স্মারক চুক্তি অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী এবং বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ নিজ নিজ ও প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সাক্ষর করেন। সিটি মেয়র সাদিক আবদুল্লাহর ব্যক্তিগত সহকারী মোস্তফা জামান এই তথ্য নিশ্চিত করেছেন।