বরিশালে ভূমি অফিসের সঙ্গে সনাক এর মতবিনিময়

বরিশালে ভূমি অফিসের সঙ্গে সনাক এর মতবিনিময়

বরিশালে ভূমি খাতে সেবার সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র সহায়তায় সচেতন নাগরিক কমিটি (সনাক) বরিশাল এর উদ্যোগে সদর উপজেলা ভূমি প্রশসাসনের সঙ্গে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বৃহষ্পতিবার বেলা ১১টায় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় সভাকক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তার নামের বোর্ড হালনাগাদকরণ; অভিযোগ বক্স পুনঃস্থাপন, অভিযোগ গ্রহণ ও নিরসন সংক্রান্ত ; অনৈতিক লেনদেন বন্ধ করা ও দালালের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ; সেবাপ্রদানের ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার ও প্রাপ্যতা নিশ্চিত করা; গণশুনানী/সচেতনতামুলক কর্মসূচি আয়োজন করা; কর্তৃপক্ষের সভায় জেন্ডার বিষয়ে এজেন্ডা আকারে আলোচনা করা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে ভূমি কার্যালয়ের সমস্যাসমূহ সমাধান করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

কানুনগো (ভূমি) মো. এনামুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আলোচনায় অংশগ্রহণ করেন সনাক সভাপতি প্রফেসর শাহ্ সাজেদা, সনাক এর ভূমি বিষয়ক উপকমিটির সদস্য এনায়েত হোসেন চৌধুরী, ভূমি কার্যালয়ের নেজারত মো. মাজহার হোসেন প্রমূখ। সঞ্চালনায় ছিলেন টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর-সিই মো. আশফাকুর রহমান।