বরিশালে ভেজাল বিরোধী অভিযানে ৩৩ হাজার টাকা জরিমানা

বরিশালে ভেজাল বিরোধী অভিযানে ৩৩ হাজার টাকা জরিমানা

বরিশালে ভেজাল বিরোধী অভিযানে ৩৩ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।মঙ্গলবার ১৮ জানুয়ারী ৯টা থেকে ৫ টা পর্যন্ত ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন  কর্তৃক বরিশাল জেলার বাবুগঞ্জ থানার নাানা জায়গায় এ অভিযান পরিচালনা হয়।  

মোঃ শাহ্ শোয়াইব মিয়া ও সুমি রাণী মিত্র সহকারি পরিচালক বরিশাল জেলার বাবুগঞ্জ থানাধীন এলাকায় বিভিন্ন মেডিকেল হল, চাইনিজ রেস্টুরেন্ট এবং স্টোর পরিদর্শন এবং তদারকিমূলক কার্যক্রম পরিচালনাকালে  মদিনা ফুড বেকারী, প্রোঃ মোঃ মাহাবুব আলম,ছাত্র বন্দু কসমেটিকস, প্রোঃ মোঃ শাহিন , আল মদিনা ট্রেডার্স, প্রোঃ মোঃ আরিফুল ইসলাম ,পপি মেডিকেল হল, প্রোঃ মোঃ শাহিন হাং , জামাল স্টোর, প্রোঃ মোঃ জামাল , বায়জিদ স্টোর, প্রোঃ মোঃ বায়জিদ, মা মেডিকেল হল, প্রোঃ মোঃ হাসান মাহামুদ ,নয়ন স্টোর, প্রোঃ মোঃ আব্দুল আউয়াল,সোহেল স্টোর, প্রোঃ মোঃ সোহেল খান , সিরাজ সিকদার স্টোর, প্রোঃ মোঃ সিরাজ সিকদার,মোল্লা স্টোর, প্রোঃ মোঃ মিজানুর রহমানগণ’কে পণ্যের মোড়ক ইত্যাদি ব্যবহার না করা, মূল্যের তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ বা ঔষধ বিক্রয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ , ৩৮ এবং ৫১ ধারা মোতাবেক এ অর্থদন্ড প্রদান করা হয়।