বরিশালে ভোক্তা অধিকারের অভিযান: ১৪ হাজার ৫’শ টাকা জরিমানা

বরিশালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, মুদি দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করার দায়ে ৪ প্রতিষ্ঠানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ১৪ হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (৮ জুন) নগরীর নুতন বাজারসহ বিভিন্ন স্থানে দিন ব্যাপি অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশালের সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়া।
তিনি বলেন, ‘নগরীতে সরকার নির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় এক প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা, দুটি মুদি দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৫ হাজার ৫’শ টাকা এবং একটি খাবার রেস্তারায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
অভিযানে ভোক্তা অধিকারের অফিস স্টাফ মো. জাহাঙ্গির ও বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশের একটি দল সহযোগিতা করেছে।