বরিশালে ভোলার গ্যাস বিদেশী কোম্পানীর কাছে ইজারার প্রতিবাদে বিক্ষোভ

বরিশালে ভোলার গ্যাস বিদেশী কোম্পানী গ্যাজপ্রমকে ইজারা দেওয়ার প্রতিবাদে বিক্ষোখ কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচি থেকে দেশীয় মালিকানা নিশ্চিত করে দেশীয় কোম্পানী দিয়ে ভোলার গ্যাস উত্তোলন এবং বরিশাল বিভাগে গ্যাস ভিত্তিক কলকারখানা স্থাপন করে কর্মসংস্থান নিশ্চিত করারও দাবি তোলা হয়।
বুধবার সকাল সাড়ে ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার উদ্যোগে ওই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বাসদ আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, জেলা ছাত্র ফ্রন্টের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, জেলা শ্রমিক ফ্রন্টের সহসভাপতি জাহাঙ্গীর হোসেন দিদার প্রমুখ।
সমাবেশ ডা. মনিষা চক্রবর্তী বলেন, ভোলার গ্যাস বরিশাল বিভাগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সেই গ্যাস বাংলাদেশের কোন কোম্পানীকে উত্তোলনের দায়িত্ব না দিয়ে বিদেশী কোম্পানী গ্যাসপ্রমকে ইজারা দেওয়া হয়েছে। যা কোনভাবেই কাম্য নয়। বাসদ গণবিরোধী ওই ইজারার প্রতিবাদ জানায়। জনগণের মালিকানা নিশ্চিত করে দেশীয় কোম্পানীকে দিয়ে দেশীয় স্বার্থে ভোলার গ্যাস ব্যবহারের সুযোগ সৃষ্টি করতে হবে। একই সঙ্গে গ্যাস ভিত্তিক শিল্প-কারণা প্রতিষ্ঠা করে বেকার সমস্যা সমাধানে উদ্যোগ নিতে হবে।