বরিশালে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশালে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশালে ওজন ও পরিমাপে কম দেয়া এবং মেয়াদোত্তীর্ন খাবার বিক্রির দায়ে ২টি প্রতিষ্ঠান থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুশফিকুর রহমানের নেতৃত্বে আজ মঙ্গলবার দুপুরে নগরীর নতুন বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়। 
 
অভিযান চলাকালে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং ওজনে কম প্রদান করার দায়ে ত্রিকন্যা মিস্টান্ন ভান্ডার এবং মেসার্স গোপাল ভান্ডার থেকে মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত। এ সময় বিএসটিআই পরিদর্শক রিগ্যান বৈদ্য এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভ্রাম্যমান আদালততে সহায়তা করেন। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুশফিকুর রহমান।