বরিশালে মহিলা দলের উদ্যোগে ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বরিশালে মহিলা দলের উদ্যোগে ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বরিশালে আলোচনা সভা, দোয়া-মোনাজাত এবং কেক কাটার মধ্য দিয়ে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বেগম জিয়ার রোগমুক্তিসহ করোনায় মৃত ব্যক্তিদের জন্য বিশেষ দো-মোনাজাত অনুষ্ঠিত হয়।

বুধবার বেলা ১১টায় নগরীর সদর রোডে জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ে মহানগর মহিলা দলের উদ্যোগে ওই আলাচনা সভা অনুষ্ঠিত হয়। 
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান ফারুক। 

মহানগর মহিলা দলের প্রস্তাবিত কমিটির সভাপতি শরীফ তাসলিমা কালাম পলির সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সহসভাপতি সরদার রফিক আহমেদ রুনু, মহিলা দল কেন্দ্রীয় কমিটির সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক ফাতেমা-তুজ জোহরা মিতু, কেন্দ্রীয় কমিটির সদস্য শামীমা আকবর, উত্তর জেলা মহিলা দলের সভাপতি শায়লা শারমিন মিমু, দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি ফারহানা তিথি ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর সেলিনা পারভীন। 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি কামরুল হাসান রতন, সহসভাপতি সাজ্জাদ হোসেন এবং মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন। 

সভার শেষে বেগম জিয়ার আশু রোগ মুক্তি, করোনায় মৃতদের রুহের মাগফেরাত কামনা, করোনা পরিস্থিতি থেকে উত্তরণসহ দেশের সার্বিক মঙ্গল কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। 

পরে উত্তর ও দক্ষিণ জেলা মহিলা দলের উদ্যোগে ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দলীয় কার্যালয়ে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উত্তর জেলা মহিলা দলের সভাপতি শায়লা শারমিন মিমু ও দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি ফারহানা তিথিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।