বরিশালে মহিলা দলের কর্মীসভা

বরিশালে মহিলা দলের কর্মীসভা

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল বরিশাল জেলা উত্তরের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ মার্চ) বেলা ১১টায় শহীদ আব্দুর রব বরিশাল প্রেসক্লাব এর হল রুমে এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে মহিলাদল কেন্দ্রীয় কমিটির সভানেত্রী আফরোজা আব্বাস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় সংসদ (বরিশাল বিভাগ) সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুস রহমান, বিএনপি মহিলা দল কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক সুলতানা আহম্মেদ,  বরিশাল জেলা বিএনপি (উত্তর)- এর আহবায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ, সদস্য সচিব বরিশাল জেলা বিএনপি'র উত্তরের মিজানুর রহমান মুকুল প্রমুখ।

এসময় সমাবেশে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও খালেদা জিয়ার অবিলম্বে মুক্তির দাবি জানান বক্তারা।

এর আগে বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমবেশে যোগ দেন মহিলা দলের  স্থানীয় ও কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

তবে সমাবেশকে কেন্দ্র করে প্রেসক্লাব চত্তরে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিলো।