বরিশালে মাওলানা ভাসানীর ৪৪তম মৃত্যু বার্ষিকী পালন

মুক্তি সংগ্রামের অবিসংবাদিত নেতা মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৪তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বরিশালে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তার প্রতিকৃতিতে শ্রদ্ধঞ্জলি নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে অস্থায়ী মঞ্চে মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর প্রতি ফুলের শ্রদ্ধা জানান গণ সংহতি আন্দোলন, বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগ, মাওলানা ভাসানী অনুসারী পরিষদ, মাওলানা ভাসানী পাঠাগার, ঐক্য ন্যাপ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ, বাংলাদেশ ছাত্র ফেডারেশনসহ বিভিন্ন সংগঠন।
পরে গণ সংহতি আন্দোলন বরিশাল শাখার আহবায়ক দেওয়ান আ. রসিদ নিলুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আ. ছত্তার, অধ্যাপক মিজানুর রহমান সেলিম, অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুল, অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাড়ৈ, মাস্টার নুরুল ইসলাম, ডা. মনিষা চক্রবর্তী, ইমরান হাবীব রুমন, শাকিবুল ইসলাম শাফিন প্রমুখ।