বরিশালে মাদক মামলায় জরিমানাসহ যাবজ্জীবন

বরিশালে হাজার বোতল ফেন্সিডিল উদ্ধারের মামলায় সিরাজুল ইসলাম বাচ্চু (৪০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বরিশালের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ মাহবুব আলম সোমবার বিকেলে আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
বাচ্চু বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের ইছাকাঠীর মৃত আবুল হাসান মাস্টারের ছেলে। রায় ঘোষণার পরপরই কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
আদালত সূত্র জানায়, ২০১২ সালের ৩০ ডিসেম্বর র্যাব-৮ নগরীর ইছাকাঠীতে বাচ্চুর বাড়িতে অভিযান চালিয়ে ১ হাজার ১৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ ঘটনায় র্যাব-৮ এর উপসহকারী পরিচালক আনিচুর রহমান বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিরাজুলের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন।