বরিশালে মামলা না নেওয়ায় সড়ক অবরোধ ও বাস চলাচল বন্ধ

রিশালে এক বাস শ্রমিককে মারধরের অভিযোগে থানায় মামলা না নেয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করেছে বাস মালিক ও শ্রমিকরা। সন্ধ্যায় কাউনিয়া থানা ঘেরাও করাসহ বরিশাল থেকে সকল রুটের বাস চলাচল বন্ধ করে দিয়েছে। মামলা নেওয়া এবং আসামীদের গ্রেপ্তার না করা পর্যন্ত সড়ক অবরোধ অব্যাহত রাখার ঘোষণাও দিয়েছে তারা।
বুধবার (২০ জানুয়ারি) সন্ধ্যা সাতটা থেকে বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল ও রূপাতলী বাস টার্মিনালের মালিক ও শ্রমিকরা একযোগে বাস চলাচল বন্ধ করে দিয়েছে। একইসঙ্গে সড়ক অবরোধ করে তারা।
বরিশাল জেলা বাস মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক কিশোর কুমার দে জানান, দুপুর দুটার দিকে আটকে নগরীর বিসিক রোডের একটি ফ্যাক্টরির লোকজন পরিবহন শ্রমিক সোহাগ হাওলাদারকে মারধর করে। একপর্যায়ে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। খবর পেয়ে শ্রমিকরা থানা ঘেরাও করলে পুলিশ সোহাগকে ছেড়ে দেয়। তবে ওই শ্রমিককে মারধরের প্রতিবাদে মারধরকারীদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের আবেদন দেয়া হলে পুলিশ মামলা নিতে চায়নি বলে দাবি করে তারা। মামলা নেওয়ার দাবিতে তারা থানা ঘেরাও ও সড়ক অবরোধ করে।
এদিকে, টেস্পু, মাহিন্দ্রা ও থ্রি হুইলার মালিক শ্রমিক সমিতির সভাপতি কামাল হোসেন মোল্লা লিটন জানান, মামলা না নেওয়া এবং মামলার আসামিদের গ্রেপ্তার না করা পর্যন্ত সড়ক অবরোধ অব্যাহত থাকবে।
বরিশাল জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফরিদ হোসেন জানান, তাদের শ্রমিকের উপর নির্যাতন করা হয়েছে। মারধরে ওই শ্রমিক আহত হয়েছে। এই ঘটনার আইনানুগ বিচার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন অব্যাহত রাখবে।
এদিকে বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা। বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে রওনা করা যাত্রীরা আটকা পড়েছেন বাস টার্মিনালে। সড়কের দুপাশে গাড়র দীর্ঘ লাইন দিয়ে গাড়ি রাখা হয়েছে।