বরিশালে মার্চ মাস জুড়ে মাঠে সরব থাকবে আওয়ামী লীগ

বরিশালে মার্চ মাস জুড়ে মাঠে সরব থাকবে আওয়ামী লীগ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ৩০ মার্চ বিকেল ৪টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে ২০ হাজার মানুষের অংশগ্রহণে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ মানব প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। 

মাসব্যাপী কর্মসূচীর শেষ দিন ৩১ মার্চ সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু উদ্যানে তারকা সঙ্গীত শিল্পি জেমসের পরিচালনায় আয়োজন করা হয়েছে ব্যান্ড শো’র। 

করোনার কারণে দীর্ঘদিন স্থবির ছিলো বরিশাল আওয়ামী লীগের রাজনীতি। মাসব্যাপী কর্মসূচীর মধ্য দিয়ে দলীয় রাজনীতিতে নেতাকর্মীদের সরব রাখার পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ছড়িয়ে দেয়ার কথা বলেন সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ। 

মহানগর আওয়ামী লীগের সাথে জেলা আওয়ামী লীগ সমন্বয় করে সকল কর্মসূচী বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস। 

মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি রাস্ট্র ক্ষমতায় আসীন। মার্চ মাসের তাৎপর্য নতুন প্রজন্ম জানে না। মাসব্যাপী কর্মসূচীর মধ্য দিয়ে নতুন প্রজন্মকে মার্চের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তির মিলনমেলা ঘটানোর উদ্যোগ নিয়েছেন তারা। 

মার্চের সকল কর্মসূচী নির্বিঘ্ন এবং শান্তিপূর্ণ করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম।