বরিশালে মাসব্যাপী কর সেবা কার্যক্রম শুরু

‘আয়করে প্রবৃদ্ধি, দেশ ও দশের সমৃদ্ধি’ শ্লোগান নিয়ে বরিশাল কর অঞ্চল অফিসে শুরু হয়েছে মাসব্যাপী কর সেবা প্রদান কার্যক্রম। গত পহেলা নভেম্বর এই সেবা প্রদান কার্যক্রম শুরু হয়। শুরুতেই বিপুল করদাতার অংশগ্রহণে আয়োজনটি পরিপূর্ণ হয়ে উঠেছে। এবারে এই মেলায় বরিশালে ৭০০ কোটি টাকা কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
মেলায় জানানো হয়, গত বছরে বরিশালে করদাতা ছিলো ৮৭ হাজার। এবার আরো ৫ হাজার নতুন করদাতা সৃষ্টির লক্ষ্য স্থির করা হয়েছে।
বরিশালের ১৪টি কর উপ-অঞ্চলের অফিস, ব্যাংক ও সার্ভিস সেন্টারে কর ও রিটার্ন জমা দেয়ার ব্যবস্থা করা হয়েছে।