বরিশালে মৌলবাদের অপশক্তি উত্থানের বিরুদ্ধে আওয়ামী লীগের বিক্ষোভ

বরিশালে মৌলবাদের অপশক্তি উত্থানের বিরুদ্ধে আওয়ামী লীগের বিক্ষোভ

বরিশালে মৌলবাদীদের উত্থানের বিরুদ্ধে সোচ্চার হতে আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। এর অংশ হিসেবে জেলা ও মহানগর আওয়ামী লীগ নগরে বিক্ষোভ মিছিল-সমোবেশ করেছে। নতুন করে দেশে জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধী ও মৌলবাদ চক্রের উত্থানের প্রতিবাদে ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

রোববার বেলা ১১ টায় বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নেতৃতে নগরীর শহীদ সোহেল চত্বরে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যলয় থেকে ওই বিক্ষোভ মিছিল বের হয়।

দেশব্যপী কর্মসূচির অংশ এবং বরিশালে লাগাতার কর্মসূচির পালন উপলক্ষে বিক্ষোভ মিছিল করে মহানগর আওয়ামী লীগ। মিছিলটি সদর রোড হয়ে লাইনরোড, দক্ষিণ চকবাজার, সিটি কর্পোরেশন মোড়, ফজলুল হক অ্যাভিনিয় হয়ে পুনরায় দলীয় কার্যলয়ে এসে শেষ হয়।

এসময় সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, যতদিন দেশের ভিতর মৌলবাদ অপশক্তি অরজকতা সৃষ্টির পায়তারা করবে ততদিন বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা রাজ পথে কর্মসূচি চালিয়ে যাবে। একই সঙ্গে মেয়র মহানগর যুবলীগের বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করার জন্য যুবলীগের নেতা কর্মীদের আহ্বান জানান।

মিছিল শেষে বরিশাল জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাড. তালুকদার মো. ইউনুস বলেন, ৭০ সালের নির্বাচনের পূর্বে এই মৌলবাদী গোষ্ঠী ধর্মের দোহাই দিয়ে বঙ্গবন্ধুর আওয়ামী লীগের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছিল। সেদিন তাদের সেই আসা পুরন হয়নি। আজ আবার এই স্বাধীনতা বিরোধী মৌলবাদী গোষ্ঠী নতুন করে দেশের ভিতর বঙ্গবন্ধুর ভাস্কর্য় নিয়ে অরজকতা সৃৃষ্টি ও ষড়যন্ত্র শুরু করেছে। বাংলাদেশ আওয়ামী লীগ জাতির জনকের কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে কোন ষড়যন্ত্র করে টলানো যাবে না। আওয়ামী লীগ সরকার দেশকে যেভাবে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে মৌলবাদী ও ধর্মীয় উসকানী দিয়ে সেখান থেকে সরানো সম্ভব হবে না।

এসময় আরো বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. কেএম জাহাঙ্গীর, মহানগরের সহ-সভাপতি ও বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, হাসান মাহমুদ বাবু, অ্যাড, গোলাম সরোয়ার রাজিব, প্যানেল মেয়র গাজী নঈমুল হাসান লিটু, অ্যাড. রফিকুল ইসলাম খোকন, জেলা আওয়ামী লীগ নেতা তারিক বীন ইসলাম, মোয়াজ্জেম হোসেন চুন্নু প্রমুখ।
এর পূর্বে সকাল থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে দলীয় কার্যলয়ের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে নেতাকর্মীরা।

এদিকে গত শনিবার রাত থেকে নগরীর সাংবাদিক মাইনুল হাসান সড়কস্থ শহীদ আ. রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাব চত্বরে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য রক্ষার করার জন্য সার্বক্ষণিক পুলিশ মোতায়েন করা হয়েছে।