বরিশালে মৎস্য অধিদপ্তরের আয়োজনে বিভাগীয় মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত

বরিশালে মৎস্য অধিদপ্তরের আয়োজনে বিভাগীয় মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত

‘শেখ হাসিনার দর্শন মৎস্য সম্পদ উন্নয়ন’ এইস স্লোগান নিয়ে মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগ-এর আয়োজনে ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারন প্রকল্প এর আওতায় বিভাগীয় মুল্যায়ন কর্মশালার আয়োজন করা হয়।

আজ বুধবার (১৮ আগস্ট) সকাল ১১টায়  বরিশাল মৎস্য বীজ উৎপাদন খামার কাশিপুর-এর সম্মেলন কক্ষে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী,  শ ম রেজাউল করিম (এমপি)।

প্রধান অতিথি শ ম রেজাউল করিম বলেন,  ‘প্রধানমন্ত্রী শেখ হসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ‘আমারা মাছে ভাতে বাঙালী’ মাছ চাষ করে আমদের দেশে মাছ চাষিরা ইতিমধ্যে সাবলম্বি হচ্ছে। তাই আমাদের দেশের গ্রাম-গঞ্জে মাছ চাষের আধুনি পদ্মতি ছড়িয়ে দিতে হবে। সকলের মধ্যে মাছ চাষের আগ্রহ ফিরে আনেতে হবে। আমাদের দেশের যে সব প্রজাতির মাছ বিলুপ্ত হয়েছে সেই ৩১ প্রজাতির মাছ আমরা আবার নতুন করে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি। ’

তিনি আরো বলেন, বরিশাল এক সময় মাছ উৎপাদনে সারা বাংলাদেশকে যোগানদিত। বরিশাল কখনো পিছিয়ে নেই। এই বরিশালকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। ’ 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল হাসান বাদল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দারসহ অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পরিচালক রিজার্ভ মৎস্য অধিদপ্তর ঢাকা আজিজুল হক, প্রকল্প পরিচালক ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তিসেবা সম্পসারণ প্রকল্প (২য় পর্যায়) মোহাম্মদ হাবিবুর রহমান, উপপরিচালক মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগ আনিছুর রহমান তালুকদার। বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা বরিশাল মোঃ আসাদুজ্জামান, উপ প্রকল্প পরিচালক কামরুল ইসলাম, বরিশাল সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামত, মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাসসহ প্রমূখ।