বরিশালে মৎস্য সপ্তাহ উপলক্ষে নানা কর্মসূচী

বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি এই স্লোগান নিয়ে বরিশালে নানা কর্মসূচী অনুষ্ঠান হয়।
বৃহস্পতিবার ২ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তর বরিশাল এর আয়োজনে বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ন ডিসি লেকে ১০৫ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্তকরার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ শুভ সূচনা করেন বিভাগীয় কমিশনার বরিশাল ও জেলা প্রশাসক বরিশাল।
বৃহস্পতিবার সকাল ১০ টায় প্রশিক্ষণ কেন্দ্র মৎস্য বীজ উৎপাদন খামার কাশিপুর বরিশালের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন উপলক্ষে মৎস্য চাষী ও মৎস্যজীবিদের মাঝে উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ সাইফুল হাসান বাদল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপপরিচালক মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগ আনিছুর রহমান তালুকদার। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার, জেলা মৎস্য কর্মকর্তা বরিশাল মোঃ আসাদুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামত, উপ প্রকল্প পরিচালক মৎস্য অধিদপ্তর বরিশাল কামরুল ইসলাম, খামার ব্যবস্থাপক কাশিপুর মৎস্য খামার অচিন্ত কুমার দাস, মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাসসহ প্রমূখ।
আলোচনা শেষে অতিথিরা ৫ জন কর্মকর্তাদের মাঝে মোবাইল ডিভাইস বিতরণ, এছাড়া ১৮ জন মৎস্য চাষিদের মাঝে ঝুঁকি ভাতা হিসেবে ১০ হাজার টাকা করে মোট ১ লক্ষ ৮০ হাজার টাকার চেক বিতরণ। বরিশাল জেলায় ৩ জন শ্রেষ্ঠ মৎস্য চাষিদের মাঝে ক্রেস্ট বিতরন, এবং ৪ জন মৎস্য চাষিদের মাঝে উপকরণ হিসেবে এয়ারেটর বিতরণ করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা।