বরিশালে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

বরিশালে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

বরিশালে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। 

এছাড়া জেলা প্রশাসন ও বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বিএনপি দিবসটি উপলক্ষে পৃথক আলোচনা সভার আয়োজন করে। 

নগরীর জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে আজ সোমবার সকাল সাড়ে ৬টায় প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জাতীয় বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কার্যালয়। এরপর বরিশাল শিক্ষা বোর্ড, শিক্ষক সমিতি, কমিউনিস্ট পার্টি, ওয়ার্কার্স পার্টি, জেলা আইনজীবী সমিতি, আইনজীবী ফোরাম এবং সিটি করপোরেশন সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়। 
এরপর সকাল ৯টায় মহানগর বিএনপি’র পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। আর সোয়া ৯টার দিকে জেলা আওয়ামী লীগ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে মহানগর আওয়ামী লীগ। পরে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন এবং নগরীর বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা নিবেদন করে। 

শহীদ বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠান পালন উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ এলাকায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা করে পুলিশ। 


ভোরের আলো/ভিঅ/১৪/১২/২০২০