বরিশালে যুবদলের সাধারণ সম্পাদকসহ ৬জনকে বহিষ্কার

বরিশালে যুবদলের সাধারণ সম্পাদকসহ ৬জনকে বহিষ্কার

বরিশালে বিএনপি কার্যালয়ে হাতাহাতি ও চেয়ার ভাঙচুরের ঘটনায় বরিশাল মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুনসহ ৬জনকে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বরিশাল জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটে।

শনিবার যুবদল কেন্দ্রীয় কমিটির সপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

যুবদল দলীয় কমিটির প্যাডে দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সংগঠনের শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত, সহ সাধারণ সম্পাদক সহদেব শর্মা, আল আমিন, দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম ঝুনু ও প্রচার সম্পাদক বশির আহম্মেদকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু ইতিমধ্যে এই আদেশ কার্যকর করেছেন।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে বরিশাল বিএনপির কার্যালয়ে মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত এক প্রস্তুতি সভায় মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন ও যুগ্ম সম্পাদক মাজহারুল ইসলাম জাহান গ্রুপের মধ্যে হাতাহাতি এবং চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে স্থানীয় যুবদলের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছিল। এরই মধ্যে গতকাল শনিবার ওই বহিষ্কারাদেশ জারী করে কেন্দ্রীয় যুবদল।