বরিশালে যুবদলের ৩ পক্ষের কর্মসূচিতে বিরক্ত সাধারণ মানুষ

বরিশালে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে ১০০ গজের মধ্যে ৩ গ্রুপের পৃথক কর্মসূচি পালিত হয়েছে। পৃথক ৩ পক্ষের মাইকের শব্দে আশপাশ এলকার বাসিন্দা ব্যবসায়ীরা বিব্রতর অবস্থার মধ্যে পড়ে। প্রায় একই স্থানে ৩ গ্রুপের পৃথক কর্মসূচিতে একাধিক মাইক লাগিয়ে অনবরত বক্তব্যে বিরক্ত হয় সদর রোডের দোকানী ও পথচারীরা। পৃথক কর্মসূচিতে টান টান উত্তেজনা থাকায় সতর্ক অবস্থানে ছিলো পুলিশও।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলে ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে মহানগর যুবদল সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে। এর ৫ থেকে ১০ গজের মধ্যে অশি^নী কুমার হলের সামনে সমাবেশ এবং কারাবরণকারী নেতাদের সম্মননা ক্রেস্ট দেয় দক্ষিণ জেলা যুবদলের সভাপতি পারভেজ আকন বিপ্লবের নেতৃত্বাধীন জেলা যুবদলের একাংশ। অপরদিকে দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক এএইচএম তসলিম উদ্দিনের পৃথক র্যালী এবং সমাবেশ অনুষ্ঠিত হয়।
৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নগরীর বগুড়া রোড বাংলাদেশ ব্যাংক মোড় থেকে একটি বিশাল বর্নাঢ্য র্যালী বের করে এএইচএম তসলিম উদ্দিনের নেতৃত্বাধীন জেলা যুবদলের একাংশ। র্যালীটি সদর রোডের প্রেসক্লাব চত্ত্বরে গিয়ে শেষ হয়। এ সময় সেখানে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ৪২ পাউন্ডের কেক কাটেন প্রধান অতিথি জেলা (দক্ষিণ) বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁন। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে তসলিম উদ্দিনের সভাপতিত্বে একাংশের সমাবেশে বক্তব্য রাখেন প্রধান অতিথি এবায়দুল হক চাঁন এবং মহানগর বিএনপির সহসভাপতি মনিরুল আহসান মনিরসহ অন্যান্যরা।
অপরদিকে অশি^নী কুমার হলের সামনে একই সময়ে জেলা যুবদলের সভাপতি পারভেজ আকন বিপ্লব গ্রুপ আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে যুবদলের কারাবরনকারীদের নেতাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপি’র সভাপতি মেজবাউদ্দিন ফরহাদ এবং বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাধারন সম্পাদক আবুল কালাম শাহিন। বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলুসহ অন্যান্যরা।
এদিকে সকালে মহানগর যুবদল প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশের আয়োজন করে। মহানগর যুবদল সভাপতি মো. আক্তারুজ্জামান শামীমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুনসহ অন্যান্যরা।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ১০০ গজের মধ্যে ৩ গ্রুপের কর্মসূচিতে লাগানো মাইকের শব্দে সদর রোডে অসহনীয় পরিবেশের সৃষ্টি হয়। এতে সদর রোডের দোকানী এবং পথচারীরা বিরক্তি প্রকাশ করেন।
যুবদলের পৃথক কর্মসূচীকে কেন্দ্র করে যে কোন ধরনের অনাকাংখিত পরিস্থিতি মোকাবেলায় সদর রোডে মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ।