বরিশালে যৌন ও প্রজনন স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ক্যাম্পেইন

বরিশালে যৌন ও প্রজনন স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ক্যাম্পেইন

বরিশালে কিশোর-কিশোরী ও যুবকদের মাঝে যৌন ও প্রজনন স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। কিশোর-কিশোরী ও যুবকদের মাঝে যৌন ও প্রজনন স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি এবং সামাজিক কুসংস্কার, লজ্জা, ভয় দূর করার লক্ষ্যে এই ক্যাম্পইনের আয়োজন করা হয়। 

গত বৃহষ্পতিবার নগরের ইসলামিয়া কলেজ প্রাঙ্গনে দিনব্যাপী ওই আয়োজন অনুষ্ঠিত হয়।

অপরাজেয় বাংলাদেশ এবং প্ল্যান ইন্টারন্যাশনাল-এর সহযোগিতায় ইয়ুথ ফর চেইঞ্জ বাংলাদেশ এবং ইয়েস বিডি ‘ঞধশব ণড়ঁৎ ঝঃবঢ়, কহড়ি ুড়ঁৎ ঝজঐ জরমযঃং: ইবধঃ ঞযব গুঃয’ একটি শিরোনামে ওই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
কর্মসূচির আওতায় বরিশালের ১৫০ জনের অধিক কিশোর-কিশোরী এবং যুবক ক্যাম্পেইনে গেইমশোর মাধ্যমে যৌন ও প্রজননস্বাস্থ্য সম্পর্কে ধারণা লাভের সুযোগ পেয়েছে। 

বরিশাল ইসলামিয়া কলেজের অধ্যক্ষ, বরিশাল জেলা সিভিল সার্জন অফিস, মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তর, প্ল্যান ইন্টারন্যাশনাল এবং অপরাজেয় বাংলাদেশ-এর প্রতিনিধিবৃন্দ এবং অংশগ্রহণকারীদের সমন্বয়ে একটি গঠনমূলক আলোচনার মাধ্যমে যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত সামাজিক সমস্যা নির্মুলর লক্ষ্যে জনসচেতনতা তৈরির বিষয়ে মাঠ পর্যায়ের লক্ষণীয় বিষয়গুলো সফল ভাবে উপস্থাপন করা হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারী এবং আলোচকরা বলেন আমাদের দেশে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়টি নিয়ে বেশির ভাগ মানুষেরই সচেতনতার অভাব রয়েছে। সমাজে এ বিষয়টিকে গোপন ও লজ্জার বিষয় হিসেবে ভাবা এবং বিচেনার  কারনে  বিষয়টি নিয়ে নির্দিধায় কথা বলতে কেউ আগ্রহী হয় না। যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক তথ্য লজ্জাজনক ও গোপনীয় হিসেবে উপস্থাপন করা হয়। এছাড়াও এসব বিষয়ে বিভিন্ন ধরণের নেতিবাচক বাক্য আমাদের সমাজের মানুষ ব্যবহার করছে।