বরিশালে রঙে রঙিন সরস্বতী

বরিশালে রঙে রঙিন সরস্বতী

সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী পূজিত হয় দেবী সরস্বতী। আগামী ১৬ ফেব্রুয়ারি ৩ ফাল্গুন  মঙ্গলবার সকাল থেকেই হিন্দু সম্প্রদায় এ পূজার আরাধনায় উৎযাপন করবেন। প্রতিবৎসর স্কুল, কলেজ,বিশ্ববিদ্যালয় সংলিষ্ট সবাই সরস্বতী পূজা ব্যাপক আকারে উৎযাপন করে থাকলেও করোনার পরিস্থিতিতে প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় পূজার আয়োজন হচ্ছে না। বরিশালেও শিক্ষা প্রতিষ্ঠানে এবছর সরস্বতীপূজার আয়োজন করছে না।

রোববার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে সরেজমিনে দেখা যায় নগরীর সদর রোড জগন্নাথমন্দিরেও রাতদিন কাজ করে সরস্বতী প্রতীমার কারিগররা রঙিন করে তুলেছেন মাটির প্রতিমা। এছাড়া ছোট আকারের প্রতিমা প্রাপ্তির বড়স্থান বরিশাল হাটখোলা মন্দিরের জোগান দেয়া বাকেরগঞ্জ কলকাঠি গ্রাম সেখানে বিভিন্ন প্রতীমা কারিগররা সরস্বতী প্রতীমা রাঙাতে ব্যস্ত সময় পার করে চলছেন। করোনা পরিস্থিতির কারনে প্রতীমা কম গড়েছেন এবং কম বাজেটে প্রতীমা বিক্রি করছেন।

বরিশাল নগরীর বগুড়া রোড ভোলানন্দগীরী আশ্রমে প্রতিমা কারিগর  খোকন পাল ভোরের আলোকে বলেন, করোনার কারনে স্কুল ও কলেজে পূজা না হওয়ায় প্রতিমা  সংখ্যায় কম বানানো হয়েছে। বিশাল আকৃতির  নান্দনিক প্রতিমা এবার দুটো গড়েছেন।
 
তিনি জানায় বরিশাল নগরীর বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠান মূল ক্রেতা মন্দিরের প্রতীমা বানা হলেও শিক্ষা প্রতিষ্ঠান পূজা না হওয়ায় তারা বাজেটে হিমশিম খাচ্ছেন। তিনিসহ ৫ জন কারিগর দের মাস আগে থেকে প্রতীমা গড়ে তুলেছেন।

কলসকাঠীর কমল পাল জানায়, এখন আমরা সমগ্র দক্ষিণঞ্চলে ছোট বড় আকারের প্রতীমা খুচরা ও পাইকারি বিক্রি করে থাকি তবে আমাদের প্রতীমা গড়ার কাজ প্রায় শেষ। সড়ক এবং নৌ পথে প্রতীমা নিয়েও যাচ্ছে। গৃহে এ পূজার আয়োজন হয় বলে ছোট প্রতীমার চাহিদা বেশি।

বরিশাল নগরীর বিভিন্ন মন্দিরে শ্রীশ্রী শংকর মঠ, রামকৃষ্ণ মিশন, স্ব রোড রাধা গোবিন্দ নিবাস,কাউনিয়া লোকনাথ মন্দির, গুপ্তের কর্নার সংলগ্ন অষ্টকোনা লোকনাথ মন্দির সহ সরস্বতী পূজা হবে। নগরীর বিভিন্ন এলাকায় বিদ্যার দেবী সরস্বতীর পূজার আয়োজন করা হয়েছে।