বরিশালে লকডাউনে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

বরিশালে লকডাউনে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

করোনাভাইরাস-এর মহামারী পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে লকাডাউনে গরীব ও দুঃস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে।  সারাদেশে কঠোর লকডাউন বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনী বরিশাল শহর এবং প্রত্যন্ত এলাকায় জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে যাচ্ছে। 

মঙ্গলবার (৬ জুলাই) বরিশালের উপজেলা গুলোয় ৭ পদাতিক ডিভিশনের ৬ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৪১ বীর এবং ৬২ ইস্টবেঙ্গলের সদস্যবৃন্দ গরীব ও দুঃস্থদের মাঝে ওই ত্রাণ বিতরণ করে। 

এদিকে, সকালে জেলা প্রশাসন বরিশালের করোনা প্রতিরোধে ও নিষেধাজ্ঞা কার্যকরে ৩ টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহিউদ্দীন আল হেলাল, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায় ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাবেদ হোসেন চৌধুরী। 

নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৩৫ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান কে ২২ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়।