বরিশালে শহীদ দিবসেও বিএনপির বিক্ষোভ মিছিল

বরিশালে শহীদ দিবসেও  বিএনপির বিক্ষোভ মিছিল

বরিশালে আন্তুর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ করেছে বিএনপি। কোন রকম বাধা ছাড়া বরিশাল সদর রোডে তারা বিক্ষোভ মিছিল করেছে।

শুক্রবার বেলা ১১টার দিকে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনার চত্ত্বর থেকেই খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল শুরু করেন বিএনপি নেতারা।

মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাবেক মেয়র অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে মিছিলটি ফজলুল হক অ্যাভিনিউ, ফলপট্টি, কাঠপট্টি ও সদর রোড হয়ে অশ্বিনী কুমার হল সংলগ্ন দলীয় কার্যালয় চত্ত্বরে গিয়ে শেষ হয়। মিছিল থেকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়া হয়। মিছিলে বরিশাল মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা অংশগ্রহণ করে।

দীর্ঘদিন পর বেগম জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিলে বিএনপি নেতাকর্মীদের বেশ উচ্ছসিত দেখা গেছে।