বরিশালে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি শিক্ষক-কর্মচারীদের

বরিশালে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি শিক্ষক-কর্মচারীদের

বরিশালে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, পুর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান এবং নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্ত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বেসরকারী শিক্ষক-কর্মচারীরা। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর দাবি সংবলিত একটি স্মারকলিপি দেন। 

রোববার বেলা ১১ টায় নগরীর সদর রোডের অশি^নী কুমার হলের সামনে শিক্ষক-কর্মচারী ফেডারেশন বরিশাল বিভাগীয় কমিটির ব্যানারে ওই মানববন্ধন অনুষ্ঠি হয়।
বিভাগীয় শিক্ষক-কর্মচারী সমিতি ফেডারেশনের সমন্বয়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) বিভাগীয় কমিটির আহবায়ক অধ্যাপক জলিলুর রহমান, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আ.ক.ম মিজানুর রহমান সেলিম, বাকবিশিস বিভাগীয় কমিটির যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আমিনুর রহমান খোকন, যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, সদস্য সচিব অধ্যক্ষ মো. মসিউর রহমান, অধ্যক্ষ হানিফ তালুকদার, টুনু রানী কর্মকার প্রমুখ।

বক্তারা শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, পূর্নাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান এবং নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্ত করার দাবি জানান। 
মানববন্ধন সমাবেশ শেষে একই দাবিতে নগরীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে একটি বিক্ষোভ মিছিল করে শিক্ষক-কর্মচারীরা। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী এবং শিক্ষা মন্ত্রী বরাবর দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রদান করেন।