বরিশালে শো ডাউন ও সমাবেশ করেছে জেলা বিএনপি

বরিশালে শো ডাউন ও সমাবেশ করেছে জেলা বিএনপি

বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির কমিটি ভেঙ্গে নতুন কমিটি ঘোষনা করায় বরিশালে শো ডাউন ও সমাবেশ করেছে জেলা বিএনপি।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় শতাধিক মটর সাইকেল ও গাড়ি বহর নিয়ে বাবুগঞ্জ বিমানবন্দর থেকে শুরু হয়ে নগরীতে এই শো-ডাউন করে জেলা (দক্ষিণ) বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতারা। 

শো ডাউন শেষে সদর রোডের বিএনপির দলীয় কার্যালয় এসে এক সমাবেশ করে তারা। এসময় নবগঠিত জেলা কমিটির আহবায়ক সাবেক এমপি আবুল হোসেন খান এবং সদস্য সচিব আবুল কালাম শাহীনকে ফুলের শুভেচ্ছা জানায় নেতা কর্মিরা। 

সমাবেশে জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদ হাফিজ আহমেদ বাবলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন নবগঠিত কমিটির আহবায়ক আবুল হোসেন খান ও সদস্য সচিব আবুল কালাম শাহীন প্রমুখ।

সমাবেশে বক্তারা সরকার পতনের আন্দোলনে সকলকে অক্যব্ধহয়ে কাজ করার আহবান জানান।

গত ১৫ নভেম্বর বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির কমিটি ভেঙ্গে নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। এর আগে গত বছরের ২৫ নভেম্বর মজিবর রহমান নান্টুকে আহবায়ক এবং আকতার হোসেন মেবুলকে সদস্য সচিব করে ৬ সদস্যের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।