বরিশালে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত

বরিশালে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত

জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে নগরীর ৪ নম্বর ওয়ার্ডের উত্তর আমানতগঞ্জ মোফাজ্জল হোসেন খান বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন।

মোফাজ্জল হোসেন খান বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির দাতা সদস্য আকরামুজ্জামান খান মাসুদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু ও বিসিসির ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম বাদশা। সভায় শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে খান মামুন বলেন, প্রজন্ম থেকে প্রজন্ম যত দিন বাংলাদেশ থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ততদিন বেঁচে থাকবেন জনগণের হৃদয়ে।