বরিশালে শ্রমিকদের সমাবেশ ও বিক্ষোভ

রাষ্ট্রায়াত্ত পাটকালসহ কলকারখানা রক্ষা, শ্রমিক আইনে ন্যায্য মজুরি ও ট্রেড ইউনিয়ন অধিকার রক্ষাসহ ৯ দফা দাবীতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে শুক্রবার বেলা সাড়ে ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে অনুষ্ঠিত কর্মসূচীতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতা অ্যাডভোকেট একে আজাদের সভাপতিত্বে বক্তারা শ্রমিকদের নূন্যতম মজুরী ২০ হাজার টাকা নির্ধারন করে রেশন, আবাসন ও সুরক্ষা প্রদানসহ ৯ দফা দাবী মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।
সমাবেশ শেষে শ্রমিকদের একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।