বরিশালে সংবাদপত্র হকার্স ইউনিয়নের মাঝে ঈদ উপহার বিতরণ

বরিশালে সংবাদপত্র হকার্স ইউনিয়নের সদস্যদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে। সংগঠনের আয়োজনে শুক্রবার দুপুরে নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের হলরুমে সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
এসময় প্রধান অতিথি বলেন, আপনারা সবামের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। আমি সব সময় সরকারের প্রতিনিধি হিসেবে আপনাদের পাশে থেকে সহযোগিতা করবো।
এসময় প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস.এম জাকির হোসেন, সাবেক সভাপতি এ্যাড. মানবেন্দ্র বটব্যাল, সাংবাদিক ইউনিয়ন বরিশাল এর সভাপতি সাইফুর রহমান মিরন, দৈনিক ইত্তেফাকের বরিশাল অফিস প্রধান শাহীন হাফিজ, প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক এম. জহির, সময়ের আলো পত্রিকার বরিশাল প্রতিনিধি এম. মোফাজ্জেল, দৈনিক দখিনের মুখ পত্রিকার নির্বাহী সম্পাদক ডা. মো. আল আমিন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন বরিশাল মহানগর এর সভাপতি মো. মিজানুর রহমান, দৈনিক বরিশাল মুখপত্র পত্রিকার নির্বাহী সম্পাদক মো. মেহেদী হাসান শুভ, বরিশাল সংবাদপত্র কর্মচারী কল্যান পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হাসান কামাল, বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপাতি মো. নেছার জমাদ্দার, সাধারণ সম্পাদক মো. মাসুদ সিকদার, সাবেক সভাপতি মো. মাইনুল ইসলাম মনির, সাবেক সাধারণ সম্পাদক মো. আবুল কালাম কালু, কোষাধ্যক্ষ মো. আসাদুজ্জামান রিপন, সাবেক কোষাধ্যক্ষ মো. ইউনুস হাওলাদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিগত দিনে যারা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সাথে থেকে সহযোগিতা করে আসছেন আমরা তাদের কাছে চির কৃতজ্ঞ।