বরিশালে সড়ক অবরোধ করে ব্যাটারি চালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক শ্রমিকদের বিক্ষোভ

বরিশালে দুই ঘণ্টা সড়ক সড়ক অবরোধ করে ব্যাটারি চালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক শ্রমিকদের বিক্ষোভ ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ব্যাটারি চালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক শ্রমিকরা। এতে নগরীর প্রধান প্রধান সড়কে যান চলাচল থমকে যায়। ভোগান্তিতে পড়ে স্কুল-কলেজ শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ।
বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল ১০ টায় নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে রিকশা-ভ্যান শ্রমিকরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে জড়ো হন। পরে ব্যাটারিচালিত যানবাহন উচ্ছেদ নয়, আধুনিকায়ন কর' স্লোগান নিয়ে ৫ দফা দাবীতে ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ বরিশাল জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ বরিশালের সাধারণ সম্পাদক মানিক হাওলাদরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, একই সংগঠনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদকেন্দ্রীয় কমিটির আহবায়ক খালেকুজ্জামান লিপন, কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও বাসদ বরিশালের আহবায়ক ইমরান হাবিব রুমন, রিক্স ভ্যান শ্রমিক ইউনিয়ন বরিশালের সভাপতি দুলাল মল্লিক প্রমুখ।
সংগ্রাম পরিষদের প্রস্তাবনা যুক্ত করে সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় প্রস্তাবনা 'থ্রি হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা ২০২১' দ্রুত চূড়ান্ত করা, ব্যাটারিচালিত ইজিবাইক ও রিক্সার নিবন্ধন করে, লাইসেন্স প্রদান, অযথা শ্রমিক হয়রানি-মামলা-নির্যাতন বন্ধ করা এবং ব্যাটারিচালিত যানবাহনকে অবৈধ যান হিসেবে মামলা দেয়া বন্ধ করার দাবি জানান বক্তারা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সদর রোডের আসেপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়ন ছিলো।