বরিশালে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

বরিশালে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

বরিশালের হিজলা উপজেলায় ভ্যানগাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাদরাসাছাত্র ও ভ্যানগাড়ি চালক দুইজনের নিহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা থানা পুলিশের ওসি মো. ইউনুস মিয়া।

সোমবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কাউরিয়া বাজারের পশ্চিম পাশে প্রধান সড়কে এই দুর্ঘটনা ঘটেছে।

 হিজলা থানা পুলিশের ওসি মো. ইউনুস মিয়া জানান, ভ্যানগাড়িটি কাউরিয়া বাজার থেকে মুলাদীর উদ্দেশ্যে যাওয়ার পথে বিপরিত দিক থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী মাদরাসাছাত্র ইয়াসিনের মৃত্যু হয় এবং আহত ভ্যানচালককে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় ভ্যানচালকেরও মৃত্যু হয়। উভয়ের লাশ ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

নিহত মোটরসাইকেল চালক মহিষখোলা সিনিয়র দাখিল মাদরাসার ৯ম শ্রেণির ছাত্র ও গুয়াবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাত্তার পলবানের ছেলে ইয়াসিন (১৫) এবং ভ্যানচালক মেমানিয়া ইউনিয়নের চরমেমানিয়া গ্রামের হাসেম হাওলাদারের ছেলে কুদ্দুস (৩০)।