বরিশালে সদর উপজেলা বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের মানববন্ধন

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ও বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে পৃথক পৃথক মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী দল বরিশাল সদর উপজেলা এবং বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দল।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় অশি^নী কুমার হল চত্বরে বরিশাল সদর উপজেলা বিএনপি মানববন্ধন কর্মসূচি পালন করে।
সদর উপজেলা বিএনপি সভাপতি অ্যাড এনায়েত হোসেন বাচ্চুর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি আ. ছালাম রাঢ়ি, এস এম মোখলেচুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সেলিম, সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ মন্টু খান, দপ্তর সম্পাদক অ্যাড. আনিছুর রহমান, জেলা কৃষকদল যুগ্ম সম্পাদক জাহেদুল আনোয়ার পান্না, কোতয়ালী যুবদল সভাপতি কবির হোসেন, কোতয়ালী ছাত্রদল সম্পাদক আতাউর রহমান আউয়াল।
এদিকে বেলা ১১টায় নগরীর প্রাণকেন্দ্র সদররোডে একই দাবিতে মানববন্ধন সমাবেশ করেছে বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দল।
জেলা স্বেচ্ছাসেবকদল সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান আউয়ালের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জনি, আখতারুজ্জামান সাব্বির, রবিউল আওয়াল শাহিন, মাহমুদ খান, মিজানুর রহমান মিজান, সাইদুর রহমান মিলন, অ্যাড. জাহেদুর রহমান পান্না, রিমন প্রমুখ।