বরিশালে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে সচেতনতামূলক প্রচারণা

করোনা মহামারী কোভিড-১৯ এর তৃতীয় দফার সংক্রমণ অমিক্রন ভ্যারিয়েন্ট প্রতিরোধে বরিশাল জেলা প্রশাসন এর উদ্যোগে সচেতনাতামুলক প্রচার ও মাক্স বিতরণ করা হয়েছে। এসময় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ ১১ দফা নির্দেশনা সকলকে মেনে চলতে অনুরোধ করেন জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বেলা ১১ টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে এ কর্মসূচিতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মাস্ক বিতরণ করেন জসীম উদ্দীন হায়দার।
এ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল গৌতম বাড়ৈ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল রকিবুর রহমান খান, সহকারী কমিশনার (ভূমি) বরিশাল সদর, আরডিসি বরিশাল, এনডিসিসহ জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী বৃন্দরা।
বরিশাল নগরবাসীকে অনুরোধ জনিয়ে আরো বলেন, ‘ আমরা নগরীর অশ্বিনী কুমার হল চত্বর থেকে শুরু করে নগরীর ফজলুল হক এভিনিউ মোরসহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মাঝে ১০ হাজার মাস্ক বিতরণের মধ্যদিয়ে সকলে মাক্স্র পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করেছি। আপনার জানেন বিগত তৃতীয় দফার সংক্রমণের সময় আমরা কিন্তু হাসপাতালে অসুস্থ রোগীদের স্থান দিতে পারিনি। আমরা সকলে জানি মানুষে মৃত্যু কতটা কষ্টদায়ক। তাই সকলকে সচেতন হতে অনুরোধ করছি।’